সেন্টমার্টিন দ্বীপে পর্যটন কখনোই বন্ধ করা হয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পানিসম্পদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। উপদেষ্টা রিজওয়ানা বলেন, ‘সেন্টমার্টিন আমাদের জাতীয় সম্পদ। সেন্টমার্টিন বাঁচলে পর্যটন বাঁচবে। সেন্টমার্টিনে পর্যটন কখনোই বন্ধ করা হয় নাই। প্রকৃতি, পরিবেশ এবং জীববৈচিত্র্য রক্ষায় পর্যটন নিয়ন্ত্রণ করা হয়েছে।’ শনিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব নদী দিবস উপলক্ষে রাজধানীর পান্থপথে নদী ভবনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন। পানি উন্নয়ন বোর্ড, বাংলাদেশ রিভার ফাউন্ডেশন এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন অনুষ্ঠানটির আয়োজন করে। রিজওয়ানা বলেন, রাজনৈতিক সদিচ্ছা থাকলে ও জনগণ ঐক্যবদ্ধ হলে, এক এবং অভিন্ন উদ্দেশ্যে নদী রক্ষা করতে হবে। বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউটকে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, কিন্তু তাদের বাজেট মাত্র...