চট্টগ্রাম:মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বীরপ্রতীক বলেছেন, এবারের পূজা যাতে নির্বিঘ্নে পালন করতে পারে সেজন্য সরকারের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে। সেজন্য এরই মধ্যে পূজার নিরাপত্তা এবং অন্যান্য বিষয়ে সরকারের পক্ষ থেকে সব কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নগরীর জামালখানে বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপদেষ্টা বলেন, এটা শুধু সনাতন ধর্মাম্বলীদের অনুষ্ঠান নই, এটি সার্বজনীন অনুষ্ঠান।বর্তমান সময়ে সেটি অনেকটা লোপ পেয়েছে। এটির পেছনে প্রযুক্তির ছোয়াসহ নানা কারণ বিদ্যামান। আগে আমাদের সবার মাঝে যে ভ্রাতৃত্ববোধ এবং একে অপরের প্রতি সম্মান ছিল বর্তমানে সেটি অনেকাংশে লোপ পেয়েছে। ফারুক ই আজম বলেন, পূজার সময় সব ধরনের গুজব থেকে সাবধান থাকতে হবে। সামাজিক যোগাযাগ মাধ্যমে কোন একটি ঘটনা দেখলেই যেন...