চলতি মাসের ২৬ দিনে ১৩ হাজারের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃত্যু হয়েছে ৬৬ জনের। এ বছরের মধ্যে আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি চলতি মাসে। আগামী মাসে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করছেন কীটতত্ত্ববিদরা। রাজধানীর হাসপাতালগুলোর মধ্যে এখন সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি ডিএনসিসি হাসপাতালে। বছরের মধ্যে সবচেয়ে বেশি রোগী এখন। সারাদেশ থেকে এখানে এসেছেন রোগীরা। ডিএনসিসি হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট সোহেল আসকার গণমাধ্যমে বলেছেন, প্রচুর ডেঙ্গু রোগী আসছে, এই মুহূর্তে আমাদের হাসপাতালে বিগত বছরের মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী আছে। এখন গরম পড়তেছে, বাসার আশপাশে প্রচুর পানি জমে থাকতেছে এবং আগামী এক মাসও যদি গরম পড়ে, ডেঙ্গু রোগী বাড়তে থাকবে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, এ সপ্তাহে প্রায় সাড়ে তিন হাজার মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।...