আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ২৫-২৬ সেপ্টেম্বর এআইইউবি ক্যাম্পাসে ‘ইন্টারন্যাশনাল সিম্পোজিয়াম অন রেসপন্সিভ অ্যান্ড রেসপনসিবল ইউনিভার্সিটি: গ্লোবাল পারস্পেকটিভস ফ্রম দ্য ম্যাগনা কার্টা অবজারভেটরি রিসার্চ ইনিশিয়েটিভ’ শীর্ষক আন্তর্জাতিক সিম্পোজিয়ামের অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সিম্পোজিয়ামে ইউরোপ ও এশিয়ার ছয়টি দেশের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন। এর মধ্যে আয়ারল্যান্ড, পোল্যান্ড, লিথুয়ানিয়া, ইউক্রেন, নর্থ মেসিডোনিয়া এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য, উপ-উপাচার্য এবং আইকিউএসি পরিচালকসহ ১৫০-এর বেশি প্রতিনিধি উপস্থিত ছিলেন। সিম্পোজিয়ামের সমাপনী অনুষ্ঠানে সমাপনী বক্তব্য প্রদান করেন এআইইউবির এআইইউবির উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম এবং ধন্যবাদ জ্ঞাপন করেন এআইইউবির উপ-উপাচার্য প্রফেসর ড. আব্দুর রহমান। অনুষ্ঠানে ম্যাগনা কার্টা অবজারভেটরি এর সেক্রেটারি জেনারেল ডেভিড জে. লক রিফ্লেকশন এবং রোডম্যাপ নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে...