ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার স্বীকার করেছেন যে তার সরকার সামাজিক মাধ্যমকে একটি ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে যুক্তরাষ্ট্রে দেশটির রাইট-উইং রাজনৈতিক ঘরানার সমর্থন নিশ্চিত করার জন্য। শনিবার (২৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছেআনাদোলু এজেন্সি। নিউ ইয়র্কে ইসরাইলের কনস্যুলেট জেনারেলে মার্কিন ইনফ্লুয়েন্সারদের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু বলেন, সামাজিক মাধ্যম ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র … আমাদের ভিত্তি নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্রে।’ এই সাক্ষাৎকারের ভিডিও ইনফ্লুয়েন্সার দেব্রা লিয়ার এক্স অ্যাকাউন্টে প্রকাশিত হয়েছে। তিনি টিকটককে উল্লেখ করে বলেন, ‘এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ‘ক্রয়’ হচ্ছে—যার নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।’ এছাড়া তিনি এক্স (সাবেক টুইটার)-এর কথাও উল্লেখ করেছেন, ‘আমরা এলন মাস্কের সঙ্গে কথা বলতে হবে। তিনি শত্রু নয়, বন্ধু।’ আরও পড়ুনআরও পড়ুনগাজা শহর ছেড়েছেন ৭ লাখ ৫০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নেতানিয়াহু দাবি করেছেন, টিকটক ও এক্স-এর ওপর...