মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক জহির উদ্দীন, মোঃ শামীম, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক আঃ ছালাম, মেম্বার উজ্জল মিত্রের কাকা সুকুমার মিত্র, তুষার মিত্র ও প্রবীন ব্যক্তি আঃ রউফ সরদার। বক্তারা বলেন, ১০ জন মেম্বার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা এনেছেন, সেব্যাপারে প্রশাসন দেখবেন। কিন্তু মেম্বার জাহাঙ্গীর, ডাঃ টুকুর নেতৃত্বে চেয়ারম্যানের কক্ষে ও সচিবের কক্ষে তালা লাগিয়ে ইউনিয়নবাসীকে সেবা বঞ্চিত করে আইন অমান্যের পাশাপাশি চরম হঠকারিতা করা হয়েছে। সচিবের কক্ষে তালা লাগানো চরম অপরাধ। ১০ দিন এলাকার মানুষ ইউনিয়ন পরিষদের সেবা বঞ্চিত হয়ে চরম ভাবে নাজেহাল ও বঞ্চনার শিকার হয়েছে। আমরা সেনা বাহিনীর কাছে আবেদন করলে তারা বৃহস্পতিবার ঘটনাস্থানে আসেন এবং সরেজমিন দেখেবুঝে রবিবার এসে তালা খুলে দেবেন বলে জানিয়ে ছিলেন। ষড়যন্ত্রকারীরা তাদের গভীর চক্রান্ত নস্যাৎ হতে যাচ্ছে ভেবে তারা...