ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের প্রযুক্তি জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে “কৃত্রিম বুদ্ধিমত্তা” বিষয়ক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় ঈশ্বরগঞ্জ পৌর অডিটোরিয়ামে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি বাড়ী সুমন এবং সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু। মূল বক্তা হিসেবে বাংলাদেশ বেতারের উপ-পরিচালক ও এআই অনুরাগী শেখ মহাবুল হোসেন রাজীব কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশ্বিক অগ্রগতি, ভবিষ্যতের কর্মক্ষেত্রে এর গুরুত্ব এবং শিক্ষার্থীরা...