ভারতে ‘আই লাভ মুহাম্মদ’ আন্দোলনকারীদের ওপর চড়াও হয়েছে পুলিশ। গ্রেফতার হয়েছেন একজন মুসলিম নেতা, আটক করা হয়েছে আরও কয়েকজন প্রতিবাদীকে। জানা যায়, শুক্রবার (১৬ সেপ্টেম্বর) উত্তর প্রদেশের বারেলিতে জুমার নামাজের পর ‘আই লাভ মুহাম্মদ’ প্রচারণার সমর্থনে প্রতিবাদ সমাবেশের ডাক দেওয়া হয়। এই সমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। এ ঘটনায় শনিবার ইতেহাদ-এ-মিল্লাত কাউন্সিলের প্রধান ও স্থানীয় ধর্মীয় নেতা তৌকির রাজা খানকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতে ‘আই লাভ মুহাম্মদ’ ব্যানার ঘিরে মুসলিমদের হয়রানির অভিযোগ, কী হচ্ছে? ভারতের উত্তর প্রদেশে প্রায় ৩০০ মসজিদ-মাদরাসা গুঁড়িয়ে দিলো প্রশাসন ভারতে প্রকাশ্যে নামাজ পড়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গ্রেফতার পুলিশ ও জেলা প্রশাসনের দাবি, সমর্থকরা রাজার বাড়ির বাইরে জমায়েত হয়ে উত্তেজনা তৈরি করেছিল, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, জুমার...