ভোলার বোরহানউদ্দিনে পূজা মণ্ডপে আর্থিক অনুদান দিতে গেলে সহকারী অ্যাটর্নি জেনারেল এ বি এম ইব্রাহিম খলিলের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে তিনিসহ তার সঙ্গে থাকা আরও ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ভোলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ইব্রাহিম খলিল। পরে তিনি ভোলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। সংবাদ সম্মেলনে এ বি এম ইব্রাহিম খলিল জানান, দুর্গাপূজা উপলক্ষে শনিবার সকাল থেকে তিনি বোরহানউদ্দিনের বিভিন্ন পূজা মণ্ডপে অনুদান দেন। দুপুর দেড়টার দিকে তিনি বোরহানউদ্দিন উপজেলার বাজারের কেন্দ্রীয় পূজা মণ্ডপে অনুদান দিতে গেলে মণ্ডপের সামনে বোরহানউদ্দিন পৌর বিএনপির সহ-সভাপতি সাইদুর রহমান লিটনের নেতৃত্বে পৌর বিএনপি ও উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা তার গাড়িতে ডিম ও ইট নিক্ষেপ করে। এসময় গাড়ি থেকে নামলে...