এশিয়ান কাপ সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে ২০ দিনের বিশেষ ক্যাম্প করতে চট্টগ্রামে গেছেন নারী ফুটবলাররা। শনিবার বিকেলে ২৯ ফুটবলার নিয়ে ইংলিশ কোচ পিটার বাটলার আকাশপথে চট্টগ্রাম গেছেন। ক্যাম্পের জন্য পিটার বাটলার ডেকেছিলেন ৪৩ ফুটবলার। তবে শুরু থেকেই সবাইকে পাচ্ছেন না। তার তালিকার ১০ জন আছেন ভুটানে। চারজন থাকছেন অনূর্ধ্ব-১৭ দলের সাথে। চট্টগ্রাম থেকে দল ঢাকায় ফিরবে ১৭ অক্টোবর। পরের দিন ভুটান থেকে ফিরে ক্যাম্পে যোগ দেবেন ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, মনিকা চাকমা, মারিয়া মান্দা, শামসুন্নাহার, শামসুন্নাহার জুনিয়র, শিউলি আজিম, নিলুফার নিলা, রুপনা চাকমা ও স্বপ্না রানী। আগামী বছর মার্চের এশিয়ান কাপ ও এপ্রিলের অনূর্ধ্ব-২০ এশিয়ান সামনে রেখে বাংলাদেশের মেয়েদের প্রস্তুতি কিভাবে হবে তা শনিবার বিস্তারিত জানিয়েছেন বাফুফের নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ। তিনি বলেছেন, 'চট্টগ্রাম থেকে মেয়েরা ঢাকায়...