ব্রিটেনের এনফিল্ড কাউন্সিলের সাবেক মেয়র ও লেবার পার্টির কাউন্সিলর মোহাম্মদ আমিরুল ইসলাম তার মেয়র পদ ব্যবহার করে বাংলাদেশ থেকে ৪১ জন আত্মীয় ও পরিচিতজনকে ভিসা এনে দেওয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ এক অনুসন্ধানে নিজেদের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তদন্তে বলা হয়েছে, মোহাম্মদ আমিরুল কাউন্সিলের অফিসিয়াল লেটারহেড ব্যবহার করে ব্রিটিশ হাইকমিশন ঢাকায় একাধিক আধিকারিক ও ভুয়া চিঠি পাঠান, যাতে ভিসা প্রক্রিয়া দ্রুত করার অনুরোধ জানানো হয়। ঘটনার পর হোম অফিস তার বিরুদ্ধে অভিবাসন অপরাধের তদন্ত শুরু করেছে। স্থানীয় কাউন্সিলও জানিয়েছেন, পদ ব্যবহার করে পরিবার ও বন্ধুদের সুবিধা...