৩৪ বছর ধরে দুই হাতের নখ কাটেননি লিউ কং হুয়েন নামের ভিয়েতনামের এক ব্যক্তি। সম্প্রতি তাঁর হাতের নখের মোট দৈর্ঘ্য দাঁড়িয়েছে ৫৯৪ দশমিক ৪৫ সেন্টিমিটার (১৯ ফুট ৬ ইঞ্চি)। এর মধ্য দিয়ে তিনি বিশ্ব রেকর্ড গড়েছেন। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, লিউ কং হুয়েন বিশ্বে জীবিত কোনো পুরুষের মধ্যে দীর্ঘতম হাতের নখের রেকর্ড গড়েছেন। তাঁর হাতের নখের দৈর্ঘ্য একটি প্রাপ্তবয়স্ক জিরাফের গড় উচ্চতার চেয়ে বেশি। লিউ কং হুয়েন ভিয়েতনামের নাম ডিন প্রদেশের গিয়াও থুই জেলার বাসিন্দা। চলতি বছরের শুরুতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের প্রধান সম্পাদক ক্রেগ গ্লেনডে হুয়েনের বাড়িতে গিয়ে নখ পরিমাপ করেন। পরিমাপ করে দেখা যায়, তাঁর বাম হাতের নখের দৈর্ঘ্য ৩৮৮ দশমিক ৮৫ সেন্টিমিটার, ডান হাতের ২০৫ দশমিক ৬ সেন্টিমিটার। সবচেয়ে বড় নখটি বাঁ হাতের বুড়ো আঙুলের–...