এবারের এশিয়া কাপটা স্বপ্নের মতো কাটছে আভিশেক শার্মার। ব্যাট হাতে রানের জোয়ার বইয়ে দিয়েছেন তিনি। টুর্নামেন্টের ফাইনালেও সেই স্রোত অব্যাহত রাখতে পারলে দারুণ কিছু রেকর্ড-কীর্তিতে নাম লেখানোর সুযোগ থাকবে ভারতীয় ওপেনারের সামনে। এশিয়া কাপে শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে ৬১ রান করেন আভিশেক। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা সবচেয়ে বেশি ইনিংসে ত্রিশোর্ধ রান করার কীর্তিতে রোহিত শার্মা ও মোহাম্মদ রিজওয়ানের পাশে বসেন তিনি। দুবাইয়ে রোববার টুর্নামেন্টের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। শিরোপার মঞ্চে ত্রিশ ছোঁয়া ইনিংস খেলতে পারলেই যা এককভাবে হয়ে যাবে আভিশেকের। পূর্বসূরি রোহিত ও পাকিস্তানের রিজওয়ানের মতো টানা ৭ ইনিংসে ৩০ বা এর বেশি রান করেছেন আভিশেক। যে পথচলার শুরু হয়েছিল গত ৫ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে ১৩৫ রানের ইনিংস দিয়ে। বাকি ছয়টি ৩০ ছোঁয়া ইনিংস খেলেন তিনি চলতি...