একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়া মুহাম্মদ ইউনূসের কাছে মানুষের প্রত্যাশা ছিল আকাশচুম্বি। নতুন কিছু পাওয়ার প্রত্যাশা যেমন ছিল, তেমন ছিল পুরনো কোনো অনিয়মের পুনরাবৃত্তি না দেখার প্রত্যাশা। একটি মাত্র প্রসঙ্গ এখানে অবতারণা করতে চাই। বিদেশে যাওয়ার সময় সফরসঙ্গীদের নেওয়ার ক্ষেত্রে বিগত এক বছরে যা ঘটেছে তাতে মানুষের প্রত্যাশা অনেকটাই হোঁচট খেয়েছে বলা যায়। শুরু থেকেই বিদেশের সফরসঙ্গীদের সংখ্যা প্রকাশ নিয়ে একটা লুকোচুরির প্রবণতা লক্ষ্য করা গেছে। গত বছরের অগাস্টে দায়িত্ব নেওয়ার পর সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন সমানে রেখে প্রচার করা হয় মুহাম্মদ ইউনূস মাত্র সাত জন সফরসঙ্গী নিয়ে এবার নিউ ইয়র্ক যাচ্ছেন। সেই সাত জনের তালিকায় কারা থাকবেন তাও প্রকাশ করা হয়। সেবার যাদের কথা বলা হয়েছিল তাদের মধ্যে ছিলেন—ড. ইউনূসের মেয়ে দিনা আফরোজ ইউনূস,...