অক্টোবরের শেষ দিকে থাইল্যান্ডের বিপক্ষে আছে দুটি প্রীতি ম্যাচ। তবে বাংলাদেশ জাতীয় নারী দলের ভাবনায় আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় এশিয়ান কাপ। সেই ভাবনা মাথায় রেখে ‘বিশেষ প্রস্তুতি’ নিতে চট্টগ্রামে তাঁবু ফেলছে মেয়েরা। ক্যাম্পের জন্য ৪৩ জনকে বাছাই করেছেন জাতীয় নারী ফুটবল দলের কোচ পিটার জেমস বাটলার। তবে এ মুহূর্তে দলের সবাইকে পাচ্ছেন না তিনি। ক্যাম্পে ডাক পাওয়াদের মধ্যে ১০ জন ভুটানে আছেন। চারজন অনূর্ধ্ব ১৭ দলের। ফলে ২৯ জনকে নিয়ে রোববার থেকে শুরু হবে অনুশীলন। ২০ দিনের নিবিড় অনুশীলন শেষে ২৪ ও ২৭ অক্টোবর দুটি প্রীতি ম্যাচ খেলতে থাইল্যান্ডে যাবে মেয়েরা। বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ শনিবার সংবাদ সম্মেলনে জানালেন, নিরিবিলি পরিবেশে মেয়েদের প্রস্তুতির সুযোগ করে দিতে চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডকে বেছে নিয়েছেন তারা। “আমরা মেয়েদের জন্য ২০ দিনের...