সিলেটে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ মিছিল থেকে যানবাহন ভাঙচুরের ঘটনায় করা আলাদা দুটি মামলায় বাসদের দুই নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার দুপুরের দিকে নগরের আম্বরখানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) সাইফুল ইসলাম। গ্রেপ্তাররা হলেন- বাসদ সিলেট জেলার আহ্বায়ক আবু জাফর এবং সদস্যসচিব প্রণব জ্যোতি পাল। পুলিশ কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, বুধবার ও বৃহস্পতিবার নগরের মেন্দিবাগ এলাকায় নুর কালামকে মারধর করে তার গাড়ি ভাঙচুর এবং বন্দবাজার এলাকায় একটি অটোরিকশা ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘটনায় নুর কালাম একটি এবং অটোরিকশা চালক রুবেল আলাদা মামলা করেন। দুটি মামলায় এ পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, শনিবার দুপুর ১২টায় ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি প্রদানের দাবিতে ডাকা সমাবেশে আবু জাফর ও জ্যোতি পাল বক্তব্য দেন। পরে...