সংস্কার নিয়ে ১৪ মাস পরেও কেন আলোচনা চলছে, প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শনিবার দুপুরে ঢাকায় এক সেমিনারে তিনি বলেন, “সংস্কার নিয়ে বহু আলোচনা হয়েছে, ঐকমত্য কমিশন হয়েছে আমাদের কোনো আপত্তি নাই।” বিএনপির তরফে কয়েক দফায় সংস্কার প্রস্তাব জনগণের কাছে তুলে ধরার প্রসঙ্গ টেনে আমীর খসরু বলেন, ঐকমত্য কমিশনের যে চর্চা… আমাদের কোনো আপত্তি নাই।” “কিন্তু এই চর্চার মাধ্যমে ১৪ মাস পরে আমাকে এখনো আলোচনা করতে হবে কেন?” যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, এবার সেগুলোর নিয়ে আলোচনার সমাপ্তি টানার কথা বলেন তিনি। “ঐক্যমত্যের বাইরে গিয়ে আবার কেন আমাদের এত আলোচনা করতে হচ্ছে, কেন আমাদের পিআর নিয়ে আলোচনা করতে হচ্ছে। পিআর এ যদি ঐকমত্য না হয়, ক্লোজড দ্য চাপ্টার।” গত বছরের ৫ অগাস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের...