২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৬ পিএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৬ পিএম কক্সবাজারে স্থবির হয়ে পড়া ভূমির দলিল নিবন্ধন আলোর মুখ দেখেও দেখছেনা। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ( কউক) এর ভূমি নিবন্ধনে আকাশচুম্বী উৎসেকর বাতিল হলেও অস্পষ্টতার অভিযোগ এনে নতুন সংশোধিত বিধিমালা মানছেন না ৬ উপজেলার সাব- রেজিস্ট্রাররা। এরা স্ব- স্ব উপজেলায় ভূমির দলিল নিবন্ধনে আগের মতোই হাতিয়ে নিচ্ছেন বর্ধিত উৎসেকর। বিশেষ করে চকরিয়া, পেকুয়া, রামু, টেকনাফ, উখিয়া, মহেশখালীতে কর্মরত সাব রেজিস্টাররা ভূমির দলিল নিবন্ধনে কউক এর চাপিয়ে দেয়া আকাশচুম্বী উৎসেকর জনগণের উপর চাপিয়ে দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এক্ষেত্রে এসব সাব- রেজিস্ট্রাররা জেলা রেজিস্ট্রারের নির্দেশনাও মানছেন না। এতে কক্সবাজার জেলার সদর ও কুতুবদিয়া উপজেলা সাব- রেজিস্ট্রার অফিস ছাড়া অন্য ৬ উপজেলায় ভূমির নিবন্ধন কার্যক্রম আবারও ঝিমিয়ে পড়েছে। শুধু তাই নয়, সংশোধিত...