২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৩ পিএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৩ পিএম ঢাকার ধামরাইয়ে জমি নিয়ে বিরোধের ঘটনায় শাকিল হোসেন (২৬) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার সিংশ্রী বাজারের পাশে দক্ষিণ খাগাইল গ্রামে এ ঘটনা ঘটে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে শাকিল হোসেন মারা যান। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত শাকিল দক্ষিণ খাগাইল গ্রামের ফরহাদ হোসেনের ছেলে। নিহতের স্বজনদের কাছ থেকে জানা গেছে,খাগাইল গ্রামের মুকুল,রুবেল, স্বপন গংদের সাথে শাকিল হোসেন গংদের জমি নিয়ে একাধিক মামলাসহ বিরোধ চলে আসছিল। এ অবস্থায় শকিল হোসেন খাগাইল গ্রামের সাবেক ইউপি সদস্য নির্মল কুমারের বাড়িতে শুক্রবার রাত ১০টার দিকে পূজামণ্ডপ দেখে বাড়ি ফেরার পথে সিংশ্রী বাজারের পাশে তার উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে।...