দেশে সবচেয়ে বেশি বেকার ঢাকা বিভাগে। সারাদেশে ২৬ লাখ ২৪ হাজার বেকারের মধ্যে ঢাকা বিভাগে ৬ লাখ ৮৭ হাজার বেকার বসবাস করেন। এসব বেকার তরুণ-তরুণীদের এক-তৃতীয়াংশের বেশি সাধারণত আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবের মাধ্যমে চাকরি খোঁজেন। সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) শ্রমশক্তি জরিপে এ তথ্য উঠে এসেছে। বিবিএসের জরিপে দেখা গেছে, ২০২৪ সাল শেষে বাংলাদেশে বেকারের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ লাখ ২৪ হাজার। সবচেয়ে বেশি বেকার ঢাকা বিভাগে। এই বিভাগে ৬ লাখ ৮৭ হাজার বেকার রয়েছেন। এরপরে যথাক্রমে চট্টগ্রাম ও রাজশাহী বিভাগ। দেশের বিভাগওয়ারি হিসেবে ঢাকা বিভাগের পর চট্টগ্রাম বিভাগে ৫ লাখ ৮৪ হাজার, রাজশাহীতে ৩ লাখ ৫৭ হাজার বেকার তরুণ-তরুণী রয়েছেন। এছাড়া খুলনায় ৩ লাখ ৩১ হাজার, সিলেটে ২ লাখ ১৬ হাজার, রংপুরে ২ লাখ ৬ হাজার, বরিশালে এক লাখ ৩৯ হাজার এবং...