নেপালের রাজনৈতিক অঙ্গণে নতুন মোড় এনে দিতে সম্পূর্ণভাবে নির্বাচনে নামার পরিকল্পনা প্রকাশ করেছেন জেন-জি আন্দোলনের অন্যতম মুখ সুদান গুরুং। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) তিনি জানান, দেশব্যাপী সমর্থকদের সংগঠিত করে তারা ইতোমধ্যেই ‘মুভমেন্ট ফর চেঞ্জ’ নামে একটি রাজনৈতিক আন্দোলন গড়ে তোলার কাজ শুরু করেছে এবং বৈচিত্র্যময় ও সংগঠিতভাবেই আগামী মার্চে অনুষ্ঠিত নির্বাচনিকে মোকাবিলা করবেন। গু্রং বলেন, পুরনো সরকার তাদের নিজের স্বার্থে রাজনীতিতে এনেছে এবং দরিদ্রমান রাজনৈতিক সংস্কৃতি দুর্নীতিতে পলল ছিল। তিনি এই ধরণের রাজনীতি আর চলতে দেওয়া হবে না বলে কড়া ভাষায় সতর্ক করে দিয়ে বলেন, ‘যদি তারা এমন রাজনীতি করতে চায়, তাহলে আগামী নির্বাচনে আমরা তাদের প্রতিযোগিতা করব এবং পিছু হটব না।’ গুরুং মনে করেন তার দল শাসনের জন্য প্রস্তুত। ইতোমধ্যে সংগঠনের স্বেচ্ছাসেবীরা দেশজুড়ে কমিটি গঠন শুরু করেছে। তিনি জানান, তাদের...