ভারত বনাম পাকিস্তান, এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের লড়াই মানে বাড়তি উত্তেজনা। তাদের যেকোনো ম্যাচ মানেই টানটান লড়াইয়ের আভাস। তবে ফাইনালের মঞ্চে খুব সচরাচর দেখা যায়না এই দুই দলকে। এবারের এশিয়া কাপ দিয়ে দীর্ঘ ৮ বছর পর কোনো টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে এই দুই দল। পূর্বে বিভিন্ন ত্রিদেশীয়, চারদলীয় কিংবা অন্যান্য টুর্নামেন্টে একসঙ্গে অংশ নিতো ভারত-পাকিস্তান। কিন্তু অনেক বছর ধরেই এসিসি এবং আইসিসি টুর্নামেন্টের বাইরে একসঙ্গে খেলতে দেখা যায় না এই দুই দলকে। যে কারণে ফাইনালে মুখোমুখি হওয়ার সুযোগও কম। সব ধরণের টুর্নামেন্ট মিলিয়ে এখন পর্যন্ত ১০ বার ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। এর মধ্যে ৭টি ফাইনালই হয়েছে বিংশ শতাব্দিতে। আর বাকি ৩টি ফাইনাল হয়েছে চলমান একবিংশ শতাব্দিতে। ২০২৫ এশিয়া কাপ দিয়ে ১১তম ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ভারত-পাকিস্তান। টুর্নামেন্টটির ৪১ বছরের...