দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন। গত বৃহস্পতিবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পরপরই প্রচারে ব্যস্ত সময় পার করছেন ছাত্রশিবির-ছাত্রদলসহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজার কারণে পাঁচ দিনের ছুটি থাকবে বিশ্ববিদ্যালয়। তবে শুক্রবার শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ইতোমধ্যে ক্যাম্পাস ছেড়েছেন অনেকে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী কম থাকলেও থেমে নেই প্রার্থীদের প্রচার। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান, শাটল ট্রেন, হল, মসজিদসহ সবজায়গায় প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। শুক্রবার জুমার নামাজের পর প্রার্থীদের কুশল বিনিময়সহ প্রচারণা করতে দেখা গেছে। আজও ক্যাম্পাসের বিভিন্ন স্থান ও শহরে প্রচারণা চালাবে প্যানেলগুলো। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ, বিজ্ঞান অনুষদ জামে মসজিদ ও জিরো পয়েন্ট জামে মসজিদসহ বিভিন্ন মসজিদ প্রাঙ্গণে প্রার্থী ও ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এছাড়া শাটল ট্রেনের প্রতিটি বগিতে উঠে প্রচারণা চালিয়েছেন...