২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৮ পিএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৮ পিএম ফরিদপুরের বোয়ালমারীতে জুলাই বিপ্লবী,এনসিপি নেতা ও ফরিদপুর-১ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এমপি মনোনয়ন প্রত্যাশী হাসিবুর রহমান অপুর বাবার ওপর সন্ত্রাসী হামলা,বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় হাসিবুর রহমান অপুর ছোট চাচা আজিজুর রহমান ঠাকুর বাদি হয়ে বোয়ালমারী থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার বিষয়টি গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ ইনকিলাবকে নিশ্চিত করেন। বৃস্পতিবার সন্ধ্যায় উপজেলার চতুল ইউনিয়নের আরাজী বারখাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার চতুল ইউনিয়নের আরাজী বারখাদিয়া গ্রামে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা হাবিবুর রহমান ঠাকুরের বাড়িতে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সন্ত্রাসী হামলা চালায় একই গ্রামের মৃত ধলা মিয়া শেখের ছেলে ছিরু শেখ তার...