শূন্য দশকের ব্যান্ড ‘ঋ-ধূণ’। ভিন্ন ধারার গানের জন্য সংগীতপ্রেমীদের কাছে প্রশংসিত তাঁরা। সিডি অ্যালবামের যুগে ‘তুই যে যাস’, ‘কেউ জানে না’, ‘রোজ রোজ’, ‘মন হারালো’, ‘তুমি আমি’, ‘ইচ্ছে মতো’ প্রভৃতি গানের মাধ্যমে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেয় ব্যান্ডটি। তারপর ডিজিটাল প্ল্যাটফর্ম ইউটিউবে গানপ্রকাশের যুগেও ভক্তদের বেশকিছু গান তাঁরা উপহার দিয়েছেন। সবশেষ ২০২১ সালে প্রকাশিত হয়েছিল তাঁদের ‘সোনালী বসন্ত’ শিরোনামের একটি গান। এবার চার বছরের বিরতি ভেঙে আবারও গানে ফিরছে ব্যান্ডটি। শিগগিরই প্রকাশ পেতে যাচ্ছে নতুন গান ‘শিকল’। নতুন গানটি লিখেছেন ভোকালিস্ট সাজ্জাদ কবীর। ইনডিপেনডেন্ট ডিজিটালকে তিনি বলেন, ‘‘দৈনন্দিন জীবনে আমরা নানা রকম মানসিক চাপে থাকি। অনেক সময় ভীষণভাবে ভেঙে পড়ি, তখন অনেকেই সাইকিয়াট্রিস্টের (মনোরোগ বিশেষজ্ঞ) কাছে যান। আমার নিজেরও পারিবারিক একটা দুর্ঘটনা ছিল, অনেকে আমাকে জিজ্ঞেস করতেন—‘আপনি সেই পরিস্থিতি কীভাবে...