নির্বাচনের রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তাদের নিয়োগের দাবি উঠেছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে এ যাত্রা শুরু করার আহ্বান জানিয়েছেন ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয় মিলনায়তনে ‘নির্বাচন কর্মকর্তা সম্মেলন-২০২৫’ অনুষ্ঠানে ইউনুচ এ আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিনা আহমেদ, আনোয়ারুল ইসলাম সরকার ও আবুল ফজল মো. সানাউল্লাহ, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদসহ সারা দেশের নির্বাচনী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাচনে মূলত জেলা প্রশাসককে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়ে থাকে ইসি। এ ধারা থেকে বের হয়ে ইসি কর্মকর্তারা যেন এসব পদ পান সেই দাবি পুনরায় তুলে ধরা...