প্রথমবারের মতো পেশাদার লিগের শীর্ষ আসরে নাম লিখিয়ে অভিষেক ম্যাচেই চকম দেখালো পিডব্লিউডি স্পোর্টস ক্লাব। শনিবার বাংলাদেশ ফুটবল লিগের প্রথম ম্যাচে নতুন দলটি রুখে দিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। গাজীপুরে অনুষ্ঠিত ম্যাচে বসুন্ধরা কিংস দুই গোলে লিড নিয়েও পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেনি। শুরুতেই অপেক্ষাকৃত দূর্বল দলের কাছে পয়েন্ট হারালো সাবেক চ্যাম্পিয়নরা। ঘরোয়া মৌসুমটা ভালোভাবে শুরু হলো না কিংসের। ফর্টিসের বিপক্ষে ড্র দিয়ে শুরুর পর লিগেও একই ফল তপু-রাকিবদের। আক্রমণাত্মক শুরু করা কিংস এগিয়ে যায় ১৩ মিনিটে। ফয়সাল আহমেদ ফাহিমের পাস ধরে ব্রাজিলিয়ান ডরিয়েলতন গোমেজ লক্ষ্যভেদ করেন। প্রথমার্ধের যোগ করা সময়ে ফাহিমের একক প্রচেষ্টার গোলে ব্যবধান দ্বিগুণ করে কিংস। মাঝমাঠের একটু উপর থেকে বল ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে ছুটতে থাকেন তিনি। তাকে আটকাতে পোস্ট ছেড়ে বেরিয়ে আসেন গোলরক্ষক অনিক...