উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় পারমাণবিক কর্মসূচিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সব ধরনের সম্পদ ব্যবহারের নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ শনিবার জানিয়েছে, পারমাণবিক ‘ঢাল ও তলোয়ারকে’ আরও শানিত করার লক্ষ্যে তিনি এ নির্দেশ দিয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছেআল জাজিরা। শুক্রবার পারমাণবিক অস্ত্র গবেষণা প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা ও বিজ্ঞানীদের সঙ্গে বৈঠকে কিম জং উন বলেন, পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করা এখন দেশের জন্য ‘মৌলিক সর্বোচ্চ অগ্রাধিকার’। কেসিএনএর প্রতিবেদনে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘আমাদের অবশ্যই পারমাণবিক ঢাল ও তলোয়ারকে ক্রমবর্ধমানভাবে শানিত ও নবায়ন করতে হবে। এর মধ্য দিয়ে জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা, স্বার্থ ও উন্নয়নের অধিকার নির্ভরযোগ্যভাবে নিশ্চিত হবে,’ মন্তব্য করেন কিম। আরও পড়ুনআরও পড়ুনকালো পোশাকের মেয়েটিই কি কিমের উত্তরাধিকারী? এদিকে দক্ষিণ কোরিয়ার...