বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র চলতি বছরের ৫ জানুয়ারি পৃথিবীর মায়া ত্যাগ করেন। চোখের দেখায় তিনি আর নেই। তবে রয়ে গেছে তার অসংখ্য কাজ আর অগুনতি স্মৃতি। সেই স্মৃতিকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে সম্প্রতি চালু করা হয়েছে প্রবীর মিত্রের নামে একটি বিশেষ ওয়েবসাইট। তার চলে যাওয়ার পর থেকেই পরিবার নানা উদ্যোগ নিয়েছে অভিনেতার কাজ সংরক্ষণ ও প্রচারের জন্য। এরই ধারাবাহিকতায় শুরু হয়েছে ওয়েবসাইটের কার্যক্রম। সম্প্রতি বিএফডিসিতে আয়োজিত ‘স্মৃতির আয়নায় কিংবদন্তির দৃশ্য’ অনুষ্ঠানে এই উদ্যোগের কথা জানান অভিনেতার ছেলে মিথুন মিত্র। তিনি বলেন, ‘ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সাধারণ মানুষ এখনো আমার বাবাকে মনে রাখেন। সবার প্রতি আমি কৃতজ্ঞ। বাবাকে নিয়ে আমাদের অনেক পরিকল্পনা আছে। এরই অংশ হিসেবে চালু করা হয়েছেওয়েবসাইট।’ ভবিষ্যৎ প্রজন্ম যেন অভিনেতাকে নতুনভাবে জানতে পারে সেজন্যই এই...