ম্যাচের প্রথম শট নেয় বাংলাদেশ। দ্বিতীয় মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া সেই শট আটকে দেন ভারতের গোলরক্ষক। এর এক মিনিট পরই উল্টো গোল হজম করে বসে বাংলাদেশ। মাঝমাঠে ফ্রি-কিক পায় ভারত। সেটা আটকাতে সবাই বক্সের সামনে মানব প্রাচীর তৈরি করলেও ভারত বামপ্রান্তে থ্রু বল বাড়ায়। সেখান থেকে ক্রস আসে বক্সে। সেখান থেকে বল জালে জড়িয়ে দেয় ভারত। ম্যাচের ১৪ মিনিটে আবারও বাংলাদেশের বক্সে ভীতি ছড়িয়েছিল ভারত। তবে গোলরক্ষক আলিফের ঘুষি সেটাকে ক্লিয়ার করে দেয়। বাকি কাজটা ঠিকঠাকভাবে করেন ডিফেন্ডাররা। ২৪ মিনিটে ম্যাচে সমতা ফেরায় বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের বক্সের বাইরে থেকে নেওয়া দূরপাল্লার শট কর্ণারের বিনিময়ে রক্ষা করেন ভারতের গোলরক্ষক। এরপর কর্ণার থেকে জাল খুঁজে নেয় বাংলাদেশ। কর্ণার থেকে দূরের পোস্টে বল পাঠায় ফয়সাল। হেডারে আরেকপোস্টে বল পাঠায় আজিম...