বাংলাদেশে প্রথমবারের মতো দুই দিনের বক্সিং প্রশিক্ষণ ক্যাম্প পরিচালনা করলেন সিঙ্গাপুরের কিংবদন্তি বক্সিং কোচ অরভিন্দ লালওয়ানি। রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর অ্যারেনায় আয়োজিত এ ক্যাম্পে অংশ নেন দেশের বিভিন্ন অঞ্চলের কোচ ও খেলোয়াড়রা।প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেন লালওয়ানি। প্রশিক্ষণ ক্যাম্প শেষে অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে তিনি বলেন, ‘অসাধারণ অভিজ্ঞতা হয়েছে। মানুষজন খুব ভালো ব্যবহার করেছে। জুলকান একটি বিশ্বমানের প্রশিক্ষণ কেন্দ্র, আমি যেসব অ্যারেনা দেখেছি তার মধ্যে অন্যতম সেরা। এমন কিছু সিঙ্গাপুর ছাড়া আর কোথাও পাওয়া মুশকিল। ’ লালওয়ানি মনে করেন, জুলকান বাংলাদেশের কমব্যাট স্পোর্টসের ভবিষ্যতের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে, ‘এখানে সত্যিই বিশ্বমানের সুযোগ-সুবিধা আছে। আমি নিশ্চিত, এখান থেকেই দেশের কমব্যাট স্পোর্টসের ভবিষ্যৎ গড়ে উঠবে। ’ লালওয়ানি পুরো বসুন্ধরা স্পোর্টস সিটি ঘুরে দেখেছেন। তিনি বলেন, ‘এখানে ২৪টি খেলার জন্য...