দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা না গেলেও নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১৪ জন রোগী। এ নিয়ে এই বছর মশাবাহিত রোগে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৫ হাজার ২০৬ জনে। চলতি বছর এ রোগে মোট ১৮৮ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের শনিবারের বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে ১৭৫ জন ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার। এছাড়া ঢাকা বিভাগে ১১১ জন, ময়মনসিংহ বিভাগে ১৫ জন, চট্টগ্রাম বিভাগে ৯০ জন, রাজশাহী বিভাগে আট জন এবং বরিশাল বিভাগে ১১৫ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২০৪৭ জন রোগী। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৭৪৭ জন, আর ঢাকার বাইরে ১৩০০ জন। সেপ্টেম্বর মাসে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে ১৩...