নীরজ ঘাইওয়ান পরিচালিত ‘হোমবাউন্ড’ ছবি নিয়ে বর্তমানে চর্চার শেষ নেই। অভিনেতা বিশাল জেঠওয়া এই ছবিতে সকলের নজর কেড়েছেন এবং এটি এখন পর্যন্ত অভিনেতার ক্যারিয়ারের সবচেয়ে বিশেষ চলচ্চিত্র। নীরজ ঘাইওয়ান পরিচালিত এই ছবিটি কান চলচ্চিত্র উৎসবসহ বিশ্বের বেশ কয়েকটি মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েছে। চলতি বছর অস্কারের জন্য ভারতের অফিসিয়াল প্রতিনিধিত্ব করছে এই ছবি। তবে এই ছবিতে বিশালের সবচেয়ে বড় অর্জন হল বিজনেস ক্লাসের টিকেটে মাকে ফ্রেঞ্চ রিভারার ধারে অবস্থিত কান শহরে নিয়ে যাওয়া। পিটিআইকে দেওয়া এক সাক্ষাত্কারে অভিনেতা তার শুরুর জীবনযাত্রা এবং কীভাবে ‘হোমবাউন্ড’ তাকে বিশ্বব্যাপী ভ্রমণের সুযোগ দিয়েছিল তা স্মরণ করেছেন। তিনি বলেন, ‘চালে (মুম্বাইয়ের বস্তি) বসবাসকারী অন্য সব শিশুর মতো আমিও আকাশে বিমান দেখে অবাক হয়ে যেতাম। এটা আমার কাছে একটা মুগ্ধতা ছিল। স্বপ্ন ছিল বিদেশ ভ্রমণের। আমার...