ওয়ানডে আর টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে এশিয়া কাপের ১৭তম আসরের ফাইনাল কাল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঐতিহাসিক এই ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল; ভারত-পাকিস্তান। ১৯৮৪ সালে শুরু হওয়া এশিয়া কাপে; অতীতে এই দুই দল একাধিকবার ফাইনালে খেললেও কখনো একে অপরের মুখোমুখি হয়নি। এশিয়া কাপের ইতিহাসে এই প্রথম দুই চির ‘শত্রুর’ দেখা হচ্ছে। ভারত-পাকিস্তান ফাইনালে ওঠায় লাভ হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি)। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ফাইনালে ওঠায় আয়ের অঙ্ক বেড়ে যাবে এসিসির। কারণ ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বিজ্ঞাপন আর ব্রডকাস্টারদের বাড়তি আগ্রহ; বেশি টাকা কামানোর সুর্বণ সুযোগ। একটা সময়ে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ছিল, উত্তেজনা আর রোমাঞ্চ। কিন্তু গত দুই দশকে ভারতের বিপক্ষে প্রত্যাশিত পারফরম্যান্স করতে ব্যর্থ হয়েছে পাকিস্তান। যে কারণে দুই প্রতিবেশীর লড়াইয়ে এখন আর ম্যাচের পরতে পরতে উত্তেজনা পরখ করা যায় না।...