কেশবপুর ও মনিরামপুর উপজেলার বন্যা ও স্থায়ী জলাবদ্ধতা নিরসনে ৩ নদী ও ১০ সংযোগ খাল পুনঃখননে পাউবো প্রায় ১৪০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে। চলতি মাসেই সেনাবাহিনীর তত্ত্বাবধানে ৩ নদীর ৮২ কিলোমিটার ও পাউবো’র তত্ত্বধানে ১০ খালের ৩১ কিলোমিটার খনন শুরু হবে। ফলে জনগণের দীর্ঘদিনের নদী অববাহিকায় টিআরএম বাস্তবায়ন ও পোল্ডারে আবদ্ধ নদ-নদী উন্মুক্তের দাবি অপূর্ণই রয়ে গেল। জানা গেছে, কেশবপুর ও মনিরামপুর উপজেলার বর্ষার অতিরিক্ত পানি হরি নদী দিয়ে সাগরে পতিত হয়। এছাড়া, কেশবপুরের আপারভদ্রা, হরিহর ও বুড়িভদ্রা নদীর বর্ষার অতিরিক্ত পানি হরি নদীতে নিষ্কাশন হয়। এসব নদীর সংযোগ খালে পাউবোর ৯১টি স্লুইচ গেট ও অসংখ্য পোল্ডার রয়েছে। এসব পোল্ডারের দুপাশ পলিতে ভরাট হয়ে পানি নিষ্কাশন বন্ধ রয়েছে। এরফলে প্লাবনভূমির সঙ্গে নদীর সংযোগ বিচ্ছিন্ন হয়ে বর্তমানে হরি, আপারভদ্রা ও...