২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৪ পিএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৪ পিএম আসন্ন বিসিবি নির্বাচনে পরিচালক পদে লড়াই করবেন আব্দুর রাজ্জাক। যে কারণে নির্বাচকের পদ থেকে পদত্যাগ করেছেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার। শনিবার ছিল বিসিবি নির্বাচনে মনোনয়নপত্র তোলার দিন। এই দিনই মিরপুরে ক্রিকেট বোর্ড কার্যালয়ে এসে মনোনয়নপত্র কেনেন রাজ্জাক। সাবেক এই স্পিনার কাউন্সিলর হয়েছেন খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে। জেলা ও বিভাগীয় ক্যাটাগরিতে পরিচালক পদে নির্বাচন করার লক্ষ্যে মনোনয়নপত্রও কিনলেন তিনি। খুলনা বিভাগ থেকে দুজন পরিচালক হওয়ার কথা। খুলনা বিভাগে জন্য মনোনয়নপত্র বিক্রি হয়েছে তিনটি। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন করতে হলে বা পরিচালক হতে হলে তাকে ছাড়তে হবে বিসিবির নির্বাচক পদ। সংবাদমাধ্যমকে জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার বলেছেন, তিনি এরই মধ্যে বিসিবির নির্বাচক হিসেবে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। বাংলাদেশের...