বাণিজ্য, সংরক্ষণ ও দূরদর্শিতার সমন্বয়হীনতার মধ্য দিয়ে এগিয়ে চলছে দেশের পর্যটন। প্রকৃতিপ্রেমীদের অদম্য আকাঙ্ক্ষায় উন্মোচিত হচ্ছে নিত্য নতুন পর্যটন স্পটের দ্বার। কোথাও পর্যটকদের ঘিরে গড়ে উঠছে অবকাঠামো, কোথাও চলছে অবহেলার মাঝেই। তবে সব ক্ষেত্রেই প্রশাসনিক নিয়ন্ত্রণ, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, প্রয়োজনীয় অবকাঠামো, সুশৃঙ্খল অর্থনৈতিক ব্যবস্থাপনা— সব ক্ষেত্রেই দক্ষতার অভাব ও উদাসীনতা লক্ষণীয়। অথচ প্রাকৃতিকভাবে দেশের পর্যটন খাত প্রস্তুত; প্রস্তুতি নেই শুধু আমাদের! দেশের পর্যটন খাতের অপার সম্ভাবনার মূলে রয়েছে বৈচিত্র্যময় প্রকৃতি। সবুজ পাহাড়, বিস্তৃত সমুদ্র সৈকত, ম্যানগ্রোভ বন, হাওর, নদী ও অসংখ্য প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থান এবং ঐতিহাসিক স্থাপনা পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। তবে দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের পর্যটন খাতে প্রকৃতিকে অনেক ক্ষেত্রেই উপেক্ষা করা হচ্ছে। অপরিকল্পিত উন্নয়ন, পরিবেশ দূষণ, প্রাকৃতিক সম্পদের অপব্যবহার এবং সঠিক ব্যবস্থাপনার অভাবে প্রকৃতির এই অনন্য সৌন্দর্যগুলো আজ হুমকির...