নানা নাটকীয়তার পর অবশেষে পর্দা নামতে যাচ্ছে এশিয়া কাপের ১৭তম আসরের। এবারের আসরের ফাইনালে মাঠে নামবে এশিয়ার দুই পরাশক্তি ভারত-পাকিস্তান। এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে প্রথমবারের মত ফাইনালে লড়বে তারা। ১৯৮৪ সালে পথচলা শুরু হয় এশিয়া কাপ ক্রিকেটের। ৪১ বছরে ইতিহাসে কখনই ফাইনালে দেখা হয়নি দুই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ভারতের। অবশেষে এশিয়া কাপে পাকিস্তান-ভারত ফাইনাল দেখার সৌভাগ্য হচ্ছে ক্রিকেটপ্রেমিদের। এজন্য এই ফাইনাল ঘিরে উত্তেজনা-উন্মদনা আকাশ ছোঁয়া। এবারের এশিয়া কাপে গ্রুপ ও সুপার ফোরে দুবার ভারতের মুখোমুখি হয়েছে পাকিস্তান। প্রতিবারই ভারতের কাছে বিধ্বস্ত হয়েছে পাকিস্তান। ফাইনালে হারলে একই টুর্নামেন্টে পাকিস্তানকে তিনবার হারানোর রেকর্ড গড়বে ম্যান ইন ব্লুরা। এদিকে ফাইনালে ভারতকে হারিয়ে ট্রফি জিতে কঠিন প্রতিশোধ নেওয়ার সুযোগ রয়েছে সালমান-ফখরদের সামনে। সেই সঙ্গে থাকছে দীর্ঘ ১৩ বছর পর এশিয়া কাপের শিরোপার স্বাদ...