প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘বাংলাদেশে কাজ করা খুবই ডিফিকাল্ট। পার্টিকুলারলি যেই অবস্থার মধ্য দিয়ে দেশটা যাচ্ছে, তাতে কাজ আদায় করে নেওয়া কঠিন। কিছু কিছু পক্ষের লোকের জন্য খুব সুবিধা। আর বেশিরভাগ পক্ষের লোকের জন্য ডিফিকাল্ট। এই সিচুয়েশনে আমরা দাঁড়িয়ে আছি।’ শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত নির্বাচন কর্মকর্তা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিইসি নাসির উদ্দিন বলেন, ‘আমরা ইলেকশনের জন্য প্রিপারেশন নিচ্ছি এবং বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কাজ করছি। এতে আমরা ফেসিং সো মেনি চ্যালেঞ্জেস, বোথ ইন অ্যান্ড আনসিন অনেকগুলো চ্যালেঞ্জ।’ নির্বাচনি কর্মকর্তাদের নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা ওয়াদা করেছিলেন নিরপেক্ষভাবে এবং প্রফেশনালি কাজ করবেন। আইন মেনে কাজ করবেন। ইন্সট্রাকশন আমরা দেবো, কিন্তু বেআইনি কোনও ইন্সট্রাকশন দেবো...