ব্যাপক কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও রাশিয়া ও চীনের প্রস্তাব ব্যর্থ হয়েছে; ইরানের ওপর নতুন করে ছয় মাসের জন্য নিষেধাজ্ঞা স্থগিত রাখতে চাইলেও সংখ্যাগরিষ্ঠ সদস্য দেশ তা অনুমোদন দেয়নি। ফলে বাংলাদেশ সময় রোববার (২৮ সেপ্টেম্বর) ভোর ছয়টা থেকে ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা কার্যকর হবে।ইরান নিষেধাজ্ঞা থেকে বাঁচার জন্য শেষ মুহূর্তের প্রচেষ্টা চালিয়েছিল। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোটে রাশিয়া-চীনের খসড়া প্রস্তাব, যাতে ইরানের ওপর নিষেধাজ্ঞা ছয় মাস পিছিয়ে দেওয়া হতো, ৪-৯ ভোটে নাকচ হয়। দুটি দেশ ভোটদান থেকে বিরত থাকে।ফলস্বরূপ, পশ্চিমা বিশ্ব এখন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে চাপ আরও বাড়াতে যাচ্ছে। ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য অভিযোগ করেছে, ২০১৫ সালের চুক্তি অনুযায়ী ইরানকে পারমাণবিক অস্ত্র নির্মাণ থেকে বিরত রাখার চেষ্টা ব্যর্থ হয়েছে।ফরাসি প্রতিনিধি জেরোম বোনাফঁ পরিষদে বলেন, “ইরান এমন কোনো গুরুতর পদক্ষেপ...