বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, পর্যটনের লক্ষ্য কেবল অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন নয়। বরং এর মূল উদ্দেশ্য হলো নির্মলতা, নিরাপত্তা, পারিবারিক আনন্দ ও সামগ্রিকতার অনুভূতি ছড়িয়ে দেওয়া। তিনি বলেন, এক সঙ্গে ভ্রমণের মাধ্যমে পরিবার, সমাজ ও রাষ্ট্রের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি পায় ও এটি জীবনকে নতুনভাবে রূপান্তরিত করে। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন ভবনে বিশ্ব পর্যটন দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বিদেশি দূতাবাসের প্রতিনিধি, পর্যটন সংস্থার কর্মকর্তা, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা। শেখ বশিরউদ্দীন বলেন, পর্যটন মন্ত্রণালয় ইতোমধ্যে পর্যটকদের জন্য কোড অব কনডাক্ট তৈরি করেছে, যেখানে...