দেশীয় ফার্নিচার শিল্পের সবচেয়ে বড় প্রদর্শনী ২০তম জাতীয় ফার্নিচার মেলা ২০২৫ আগামী ১৪ অক্টোবর থেকে অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি)। দেশীয় ফার্নিচার শিল্পের বিকাশ ঘটানোর পাশাপাশি দেশের বাইরেও রপ্তানি বাড়ানোর লক্ষ্য নিয়ে এ মেলার আয়োজন করছে বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি। এ বছর মেলাটি বিগত বছরের তুলনায় আরও বিস্তৃত আকারে সাজানো হচ্ছে। মোট তিনটি হলে এ মেলা বিস্তৃত আকারে বসছে। হলগুলো হলো- গুলনকশা, পুষ্পগুচ্ছ ও রাজদর্শন। মেলা চলবে ১৪ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত। মেলা খোলা থাকবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। দর্শনার্থীদের সুবিধার্থে প্রতি বছরের মতো এবারও কোনো প্রবেশমূল্য রাখা হয়নি। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ...