শুধুমাত্র কাউন্সিলর হতে জনপ্রিয় গায়ক আসিফ আকবর বিসিবি নির্বাচনে আগ্রহ দেখাননি। ‘বেশ বেশ বেশ, সাবাস বাংলাদেশ’ গান গাওয়া আসিফ এইবার বিসিবির পরিচালক হতে আগ্রহ দেখিয়েছেন। এজন্য শনিবার মনোনয়ন সংগ্রহ করেছেন। তফসিল অনুযায়ী, শনিবার ছিল মনোনয়ন সংগ্রহের একমাত্র দিন। সকাল ১০টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলেছে এই মনোনয়ন সংগ্রহের কাজ। প্রতিটি মনোনয়ন পত্রের দাম ১০ হাজার টাকা করে। অনেক প্রার্থী সশরীরে এসে মনোনয়ন নিয়েছেন। অনেকে নিজে না এসে পক্ষের কাউকে দিয়ে মনোনয়ন নিয়েছেন। সব মিলিয়ে বিসিবির ২৩ পরিচালক পদের বিপরীতে ৬০ মনোনয়ন সংগ্রহ হয়েছে। বাকি ২ পরিচালক জাতীয় ক্রীড়া পরিষদ সরাসরি নির্বাচিত করবে। ক্যাটাগরি ১:জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা। এই ক্যাটাগরি থেকে মনোনয়ন নিয়েছেন ২৫ জন। জেলার ভিত্তিতে হিসাব করলে ঢাকা থেকে ৩ জন, চট্টগ্রাম থেকে ৫ জন, খুলনা থেকে...