নোয়াখালীর জেলা শহর মাইজদীতে ছাদ থেকে ফেলে দিয়ে আতিকুল ইসলাম তিতাস (২৫) নামের এক কলেজছাত্রকে হত্যার অভিযোগ উঠেছে। তবে, পুলিশ বলছে, এখনো ওই কলেজছাত্রের মৃত্যুর সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। শনিবার (২৭ সেপ্টেম্বর) নোয়াখালী শহরের বিবি কনভেনশন হল সেন্টারের বহুতল ভবনের ছাদ তাকে ফেলে দেওয়া হয়। নিহত তিতাস চৌমুহনী পৌরসভার হাজীপুর এলাকার শহীদ চেয়ারম্যান বাড়ির আব্দুল গনির ছেলে। নিহতের বড় ভাই আরিফুল ইসলাম বলেছেন, তিতাস নোয়াখালী কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। আমাদের বাড়ি চৌমুহনী পৌরসভা এলাকায় হলেও আমরা ২০-২৫ বছর ধরে নোয়াখালী জেলা শহরে ভাড়া বাসায় থাকি। সকালে বাসা থেকে বের হয় তিতাস। দুপুরের দিকে বিবি কনভেনশন হল সেন্টারের ছাদ থেকে কে বা কারা তিতাসকে নির্যাতন করে নিচে ফেলে দেয়। স্থানীয়রা তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে হাসপাতালে নিলে চিকিৎসক...