আমরা কয়েকটি দল টেবিলের চারদিকে বসে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করব, এই দায়িত্ব কে দিয়েছে—এমন প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, পলিটিক্যাল মাসল (রাজনৈতিক পেশি) আছে, জনগণের সমর্থনপুষ্ট এমন একটি সরকার গত ১৬ বছর অনুপস্থিত ছিল, গত ১৪ মাস ধরেও তা অনুপস্থিত। আজ শনিবার দুপুরে রাজধানীর রমনায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে এক সেমিনারে আমীর খসরু এসব কথা বলেন। ‘সংস্কার ও নির্বাচন: প্রেক্ষিত জাতীয় ঐক্য’ শিরোনামে এই সেমিনারের আয়োজন করে ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশ নামের একটি প্ল্যাটফর্ম। সেখানে আমীর খসরু সমাপনী বক্তব্য দেন। আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ঐতিহাসিকভাবে দেখা গেছে, অভ্যুত্থান-পরবর্তী সময়ে যেসব দেশ যত তাড়াতাড়ি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে গেছে, ওই দেশগুলো ভালো করেছে। আর যে দেশগুলো একটা তর্কবিতর্কে জড়িয়ে বিভিন্ন...