শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের লক্ষ্নিপুর লক্ষ্মিপুর উচ্চ বিদ্যালয়ে বিএসএল গ্রুপ আয়োজিত ফুটবল ফাইনাল খেলার পুরস্কার বিতরণপূর্বক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, খেলাধূলা একদিকে যেমন বিনোদনের কাজ করে, তেমনি মাদকাসক্তি থেকে নিজেকে নিরাপদ রাখতে পারে এবং পড়ালেখার দিকে মনোনিবেশ করতে পারে। অন্যদিকে শারীরিক, মানসিক ও মেধা বিকাশে সহায়ক ভূমিকা পালন করে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ নূরুল ইসলাম বুলবুল বলেন, ঘরে বসে শুধু ডিভাইসমুখী নয়, তরুণ প্রজন্ম মাঠমুখী হলে মানসিক ও দৈহিকভাবে সুস্বাস্থ্যের অধিকারী হবে। খেলাধূলার প্রতি তরুণ প্রজন্মরা মাঠমুখী হলে অশ্লীলতা ও বেহায়াপনা থেকে রক্ষা পাবে। এ ধরনের আয়োজন করার জন্য কর্তৃপক্ষসহ এলাকার সকল শ্রেণীর...