ঐক্যবদ্ধ, গতিশীল ও বৈষম্যহীন বাংলাদেশ সিভিল সার্ভিস গঠনের অঙ্গীকার নিয়ে বিসিএস ২২ ব্যাচের ২৬টি ক্যাডারের সমন্বয়ে গঠিত ফোরামের নবনির্বাচিত পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির অভিষেক ও শরৎ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।গতকাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা বোট ক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।ফোরামের সভাপতি এ কে এম হাফিজুল্লাহ খান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন অবসরপ্রাপ্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসফিকুজ্জামান আকতার প্রমুখ।অনুষ্ঠানে বলা হয়, ফোরামের লক্ষ্য ও উদ্দেশ্য একটাই, একটি সুখী, সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত উন্নত বাংলাদেশ বিনির্মাণে কার্যকর সম্মিলিত প্রয়াস। একতাই বল, একতাই আমাদের অস্তিত্ব। এ মন্ত্রে আমাদের মধ্যকার বিভেদ ও দূরত্ব দূর করে এগিয়ে চলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত...