টানা বৃষ্টিপাতে যশোরের অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলার শতাধিক গ্রামে হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন টানা চার মাসের বেশি সময় ধরে জলাবদ্ধ হয়ে আছে যশোরের ভবদহ অঞ্চল। নিরানন্দ পরিবেশে সামর্থ্য অনুযায়ী চলছে দেবী দুর্গাকে বরণ করার প্রস্তুতি। দুর্দশায় দিন পার করা পানিবন্দি ভবদহবাসী সাধ্যমতো চেষ্টা করছে ধর্মীয় রীতি রক্ষার। তবে, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজায় যে উদ্দীপনা ও আমেজ থাকে, তা নেই ভবদহ অঞ্চলে। চারিদিকে থৈ থৈ পানি। ভালোভাবে হাঁটা-চলারও উপায় নেই। এ অবস্থায় মানুষের বাইরে বের হওয়া দুষ্কর। আয়-রোজগারে ভাটা পড়েছে সবার। এরইমধ্য আয়োজন করতে হচ্ছে দুর্গাপূজার। কীভাবে পূজা হবে, তা নিয়ে দুশ্চিন্তার শেষ নেই ভবদহ অঞ্চলের লক্ষাধিক হিন্দু পরিবারের। তারপরও আশায় বুক বেঁধে থৈ থৈ পানির মধ্যেই মণ্ডপ প্রতিষ্ঠা করে উৎসব উদযাপনের চেষ্টা করছেন সনাতন ধর্মাবলম্বীরা।...