শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর ঘোড়াশালে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. মঈন খান অভিযোগ করে বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ আওয়ামী লীগের নেতাকর্মীদের অত্যাচার-নিপীড়নে অতিষ্ট হয়ে সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রীর কাছেও বিচার চেয়েছিল, তবে কোনো সুরাহা পায়নি। “আওয়ামী লীগ মুখে এক কথা বলে, কিন্তু কাজে করে উল্টোটা,” মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, বিএনপি জাতীয়তাবাদে বিশ্বাস করে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করা জাতীয়তাবাদের লক্ষ্য। জনগণ যদি আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করে, তবে দেশের প্রতিটি নাগরিকের অধিকার সুরক্ষিত হবে। ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মো. মহিউদ্দিন চিশতিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য রাখেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আবদুস সাত্তার, সাধারণ...