২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৪ পিএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৪ পিএম রাজশাহীর চারঘাটে পুর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় লালন আলী নামের একজন খুন হয়েছেন। শুক্রবার মধ্য রাতে উপজেলার চকমোক্তারপুর এলাকায় ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এসময় আহত অবস্থায় লালনকে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে শনিবার বিকেলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান লালন আলী। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। এলাকাবাসীরা জানান, উপজেলার চক মোক্তারপুর এলাকার লাবান আলীর ছেলে লালন আলী, ইয়াছিন আলীর ছেলে উজ্জ্বল হোসেন ও রাজ্জাক এর ছেলে সোহাগ দীর্ঘদিন মাদক ব্যবসা করে আসছিল। মাদক ব্যবসার ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে লালন আলীর সাথে উজ্জ্বল হোসেন ও সোহাগ এর সাথে বিরোধ চলে আসছিল। তারই ধারাবাহিকতায় শুক্রবার মধ্য...